মায়ানমারের সঙ্গে সীমান্ত নেই নিচের কোনো দু'টি জেলার?

A কক্সবাজার-চট্টগ্রাম

B কক্সবাজার-বান্দরবান

C কক্সবাজার-রাঙামাটি

D বান্দরবান-রাঙামাটি

Solution

Correct Answer: Option A

- বাংলাদেশের ৩টি জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে।
- এই তিনটি জেলা হলো বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার
- অর্থাৎ, প্রশ্নে উল্লেখিত চট্টগ্রাম জেলার সাথে মায়ানমারের কোনো সীমান্ত নেই
- তাই অপশনগুলোর মধ্যে যেখানে চট্টগ্রাম জেলাটি অন্তর্ভুক্ত আছে, সেই 'কক্সবাজার-চট্টগ্রাম' জোড়াটি সঠিক নয়।
- অন্যদিকে, ভারতের সাথে বাংলাদেশের ৩০টি জেলার সীমান্ত রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions