নিম্নের কোনটি অপিনিহিতির উদাহরণ -

A স্ত্রী>ইস্ত্রী

B স্বপ্ন>স্বপন

C ভাগ্য>ভাইগ্য

D পূজা>পুজো

Solution

Correct Answer: Option C

পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে এবং যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে অপিনিহিতি হয়।
যেমন : আজি - আইজ, ভাগ্য - ভাইগ্য, সাধু - সাউধ। অথবা কন্যা - কইন্যা, কাব্য - কাইব্য ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions