শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ গল্পের প্রধান চরিত্র কে?
Solution
Correct Answer: Option A
- তৎকালীন নদীয়া জেলার (বর্তমানে চুয়াডাঙ্গা জেলা) কাশীপুর গ্রামের দরিদ্র কৃষক গফুর, তার কন্যা আমিনা ও অবলা জীব মহেশ নামক গরুটিকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন বিখ্যাত গল্প 'মহেশ'।
- এ গল্পের মাধ্যমে গল্পকার ধর্ম ও শাস্ত্রের নামে মানুষের অমানবিকতা ও স্বার্থপরতাকে তুলে ধরার প্রয়াস পেয়েছেন।