"সেখানে কেউ নেই" এ বাক্যটিকে অস্থিবাচক বাক্যে পরিণত করলে দাঁড়ায়--

A জায়গাটা নির্জন

B সেখানটা লোকশূণ্য

C কেউ নেই এখানে

D এখানটা জনশূণ্য

Solution

Correct Answer: Option A

-যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোন কিছুবর্ণনা করা হয়, তাকে অস্তিবাচক বাক্য বা হাঁ বাচক বলে।
-যে বাক্যে হাঁ বাচক শব্দ থাকে, তাকে হাঁ বাচক বা অস্তিবাচক বাক্য বলে।
-যেমন- তুমি কালকে আসবে। আমি ঢাকা যাব ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions