নদী বন্দরের জন্য ৪ (চার) রকমের সংকেত রয়েছে:
১ নম্বর সতর্ক সংকেত: এর অর্থ হলো আপনার এলাকায় ঝড় হতে পারে তাই পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখুন৷ অর্থাত্ কোনো এলাকায় বিক্ষিপ্ত কাল বৈশাখী ঝড় কিংবা সামুদ্রিক ঝড় হতে পারে তবে নৌকা বা নৌযান চলাচল বন্ধ করতে হবে না৷ তবে অবশ্যই ঝড়ো আবহাওয়া ও সাময়িক দুর্যোগের জন্য সতর্ক থাকতে হবে৷
২ নম্বর হুঁশিয়ারি সংকেত: এর অর্থ ঘন্টায় ৩৮ মাইলের কম গতি সম্পন্ন সামুদ্রিক ঝড় বা কালবৈশাখীর ঝড় আপনার এলাকায় আঘাত হানতে পারে৷ এজন্য ছোট ছোট নৌযানগুলোকে নিরাপদ আশ্রয় গ্রহন করতে হবে অর্থাত্ যে নৌযানগুলোর দৈর্ঘ্য ৬৫ ফুট বা তার কম সেগুলোকে খুব তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে যেতে হবে৷
৩ নম্বর বিপদ সংকেত: এর অর্থ মাঝারি ধরনের সামুদ্রিক ঝড় আঘাত হানতে পারে এবং একারণে সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে হবে৷ কোনো এলাকায় ঘন্টায় ৩ঌ-৫৪ মাইল বেগে একটানা ঝড়ো হাওয়া বইতে থাকলে এ সংকেত দেখাতে হয়৷
৪ নম্বর মহাবিপদ সংকেত: এর অর্থ, একটা প্রচণ্ড ঝড় আপনার এলাকায় শীঘ্রই আঘাত হানবে৷ সকল নৌ-যান নিরাপদ আশ্রয়ে থাকবে৷ যখন কোনো এলাকায় ঘন্টায় ৫৪ মাইলেরও অধিক গতিতে প্রচণ্ড সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আশন্কা দেখা দেয় তখন এ সংকেত দেওয়া হয়।
- উল্লেখ্য, সমুদ্রবন্দরের জন্য ১১টি সংকেত রয়েছে।
সূত্র- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।