বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ 'নদী ভাঙ্গন' এর কারণ---

A নদী গতিপথের পরিবর্তন

B রাসায়নিক দ্রব্যর উপস্থতি

C বাহিত শিলার কঠিনতা

D সবগুলো

Solution

Correct Answer: Option D

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ 'নদী ভাঙ্গন' এর কারণ- 
- নদীর গতিপথ পরিবর্তন 
- জলবায়ু পরিবর্তন 
- নদীগর্ভে শিলার পরিবর্তন 
- রাসায়িনিক দ্রব্যের উপস্থিতি 
- বাহিত শিলার কঠিনতা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions