The Idiom 'Dead letter' means -

A Bad letter

B Old letter

C Law not in force

D None

Solution

Correct Answer: Option C

- 'Dead letter' একটি ইডিয়ম বা বাগধারা যার শাব্দিক অর্থ অনেকটা 'মৃত চিঠি' মনে হলেও এর প্রকৃত অর্থ ভিন্ন।
- এই বাগধারাটি দিয়ে এমন একটি আইন বা নিয়মকে বোঝানো হয় যা কাগজে-কলমে বিদ্যমান থাকলেও বাস্তবে তার কোন প্রয়োগ বা কার্যকারিতা নেই।
- অতীতে কোনো আইন তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে তা অকার্যকর বা বলবৎ নয়, এমন পরিস্থিতি বোঝাতে এই ইডিয়মটি ব্যবহৃত হয়।
- ডাক বিভাগের পরিভাষায় 'Dead letter' বলতে এমন চিঠিকে বোঝায় যার প্রাপককে খুঁজে পাওয়া যায় না এবং প্রেরকের কাছেও ফেরত পাঠানো যায় না, অর্থাৎ চিঠিটি তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ
- রূপক অর্থে আইনের ক্ষেত্রেও তাই, যেই আইন তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ বা বাতিল বলে গণ্য, তাকেই 'Law not in force' বা 'Dead letter' বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions