Solution
Correct Answer: Option C
- 'Dead letter' একটি ইডিয়ম বা বাগধারা যার শাব্দিক অর্থ অনেকটা 'মৃত চিঠি' মনে হলেও এর প্রকৃত অর্থ ভিন্ন।
- এই বাগধারাটি দিয়ে এমন একটি আইন বা নিয়মকে বোঝানো হয় যা কাগজে-কলমে বিদ্যমান থাকলেও বাস্তবে তার কোন প্রয়োগ বা কার্যকারিতা নেই।
- অতীতে কোনো আইন তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে তা অকার্যকর বা বলবৎ নয়, এমন পরিস্থিতি বোঝাতে এই ইডিয়মটি ব্যবহৃত হয়।
- ডাক বিভাগের পরিভাষায় 'Dead letter' বলতে এমন চিঠিকে বোঝায় যার প্রাপককে খুঁজে পাওয়া যায় না এবং প্রেরকের কাছেও ফেরত পাঠানো যায় না, অর্থাৎ চিঠিটি তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ।
- রূপক অর্থে আইনের ক্ষেত্রেও তাই, যেই আইন তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ বা বাতিল বলে গণ্য, তাকেই 'Law not in force' বা 'Dead letter' বলা হয়।