বলের একক কোনটি?

A জুল

B নিউটন

C ওয়াট

D প্যাস্কেল

Solution

Correct Answer: Option B

- বলের এস. আই. (SI) একক হলো ‘নিউটন’ (N)।
- বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের নামানুসারে বলের এককের নামকরণ করা হয়েছে।
- যে পরিমাণ বল ১ কেজি ভরের কোনো বস্তুর ওপর প্রয়োগ করলে ১ মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয়, তাকে ১ নিউটন বলে।
- ‘জুল’ (Joule) হলো কাজ এবং শক্তির একক।
- ‘ওয়াট’ (Watt) হলো ক্ষমতার একক।
- ‘প্যাসকেল’ (Pascal) হলো চাপের একক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions