'শ'- ধ্বনির উচ্চারণস্থান কোনটি?

A জিভের পাতা

B অগ্র তালু

C ভিভের ডগা

D কোমল তালু

Solution

Correct Answer: Option B

শ- তালব্য বা প্রশস্ত দন্তমূলীয় ধ্বনি জিভের পাতা উঁচু করে অগ্রতালুর সঙ্গে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হয় তাদের তালব্য বা প্রশস্ত দন্তমূলীয় ধ্বনি বলে।

যেমন- চ, ছ, জ, ঝ, ঞ, শ । এর উচ্চারণ স্থান- অগ্র তালু, উচ্চারক- জিভের পাতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions