Which of the following is expected to be the largest source of electricity in the world in 2025?

A Coal

B Natural gas

C Renewables

D Nuclear

E None

Solution

Correct Answer: Option C

- আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA)-এর প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি বা Renewables বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের বৃহত্তম উৎস হয়ে উঠবে।
- এতদিন ধরে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবে কয়লা (Coal) যে স্থান দখল করে রেখেছিল, নবায়নযোগ্য শক্তি শীঘ্রই তা অতিক্রম করতে চলেছে।
- এই পরিবর্তনের মূল কারণ হলো সৌর এবং বায়ু বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার দ্রুত প্রসার এবং উন্নয়ন।
- আগামী তিন বছরে বিশ্বের মোট বিদ্যুৎ চাহিদার বেশিরভাগ অংশই পূরণ করবে এই পরিবেশবান্ধব শক্তির উৎসগুলি।
- এর ফলে গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাস পাবে এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions