Solution
Correct Answer: Option C
"Analogy" শব্দের বাংলা পরিভাষা - উপমা।
• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• 'Deceit' এর বাংলা পরিভাষা- 'প্রতারণা'।
• 'Constitution' শব্দের বাংলা পরিভাষা - 'সংবিধান'।
• 'Approbation' এর বাংলা পরিভাষা - অনুমোদন।
• 'Deadlock' এর বাংলা পরিভাষা- 'অচলাবস্থা'।
• 'Apprentice' এর বাংলা পরিভাষা- 'শিক্ষানবিস'।
• ‘Edition’ শব্দের বাংলা পরিভাষা - 'সংস্করণ'।