"পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির"- বাক্যটিতে অব্যয় পদের দ্বিরুক্তি "মিটির মিটির" দ্বারা কি বুঝানো হয়েছে?
A অনুভূতি
B বিশেষণ ভাব
C ধ্বনি ব্যঞ্জনা
D ভাবের গভীরতা
Solution
Correct Answer: Option B
অব্যয় পদের দ্বিরুক্তির ব্যবহারঃ
অনুভূতি > ভয়ে গা ছমছম করছে;
ধ্বনি ব্যঞ্জনা > ঝির ঝির করে বাতাস বইছে;
ভাবের গভীরতা> ছি ছি, তুমি এ কি করেছ?