ইরানের রাজধানী কোনটি?

A বাগদাদ

B তেহরান

C ইস্তাম্বুল

D ইসলামাবাদ

Solution

Correct Answer: Option B

- তেহরান বা তাহেরান হলো মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী ও বৃহত্তম শহর।
- শহরটি উত্তর-মধ্য ইরানে এলবুরুজ পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত।
- বাগদাদ হলো ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরাকের রাজধানী।
- ইস্তাম্বুল হলো তুরস্কের বৃহত্তম শহর এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র।
- ইসলামাবাদ হলো দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের রাজধানী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions