Solution
Correct Answer: Option D
» পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় – ১৯৫৮ সালের ৭ অক্টোবর।
» পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন— ইস্কান্দার মির্জা ।
» আইয়ুব খানকে প্রধান সামরিক শাসনকর্তা নিয়োগ করেন- ইস্কান্দার মির্জা।
» আইয়ুব খান নিজেকে পাকিস্তানের স্ব-নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন - ১৯৫৮ সালে।
» আইয়ুব খান সামরিক শাসন প্রত্যাহার করেন- ১৯৬০ সালে।
» মৌলিক গণতন্ত্র চালু করেন— আইয়ুব খান ।
» আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়- ১৯৬১ সালে।
» ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচী ঘোষণা করে— ১৯৬২ সালে।