Hardly _______ finished his work when the phone rang.
Solution
Correct Answer: Option C
- ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী, বাক্যে Hardly শব্দটি যদি বাক্যের শুরুতে থাকে, তবে তারপরে inversion এর নিয়ম প্রয়োগ করতে হয়।
- Inversion এর নিয়ম হলো, সাবজেক্টের (subject) আগে সাহায্যকারী ভার্ব (auxiliary verb) বসাতে হয়।
- বাক্যটির গঠন সাধারণত এমন হয়: Hardly + had + subject + past participle (V3) + when + ...
- এখানে বাক্যে 'Hardly' শুরুতে থাকায়, সাবজেক্ট 'he'-এর আগে 'had' বসবে। তাই সঠিক ক্রমটি হবে had he।
- 'Hardly had he finished his work when the phone rang' বাক্যটির অর্থ হলো: সে তার কাজ শেষ করতে না করতেই ফোনটি বেজে উঠল।
- অন্য অপশনগুলো (he had, he has, has he) ব্যাকরণগতভাবে ভুল কারণ সেখানে সঠিক verb form বা inversion নিয়ম মানা হয়নি।