Solution
Correct Answer: Option C
বরিশালের নামকরণ ও বরিশালের বিস্তারিত তথ্য নিম্নে দেয়া হলো - বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর,প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর,এটি বাংলাদেশ-এর একটি অন্যতম সুন্দর শহর,কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ,দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল,বরিশালে একটি নদীবন্দর রয়েছে যেটি দেশের অন্যতম প্রাচীন,দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর