রাশিয়া, ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
A খেরসন ও মিকোলইভ
B দোনেস্ক ও লুহানস্ক
C লুৎস্ক ও চেরনিড
D ওদেসা ও দরিপ্রো
Solution
Correct Answer: Option B
- ২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের সূত্রপাত হয় এবং এর পূর্বে রাশিয়া ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন বলে স্বীকৃতি দেয়।
- এই অঞ্চল দুটির নাম হলো দোনেস্ক এবং লুহানস্ক।
- ২১শে ফেব্রুয়ারি ২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রি জারি করে এই স্বীকৃতি প্রদান করেন।
- এই দুটি অঞ্চল ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত এবং একত্রে 'দোনবাস' নামেও পরিচিত।
- এই স্বীকৃতির ফলে মিনস্ক চুক্তি কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং পরবর্তীতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পথ প্রশস্ত হয়।