থেকে থেকে শিশুটি কাঁদছে -এখানে 'থেকে থেকে' কোন অর্থ প্রকাশ করছে?
A সাধারণ বর্ণনা
B শালীনতা
C ভাবের প্রগাঢ়তা
D কালের বিস্তার
Solution
Correct Answer: Option D
বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ
সতর্কতা বোঝাতে : ছেলেটিকে চোখে চোখে রেখো।
ভাবের প্রগাঢ়তা বোঝাতে : ভুলগুলো তুই আনরে বাছা বাছা।
কালের বিস্তার বোঝাতে : থেকে থেকে শিশুটি কাঁদছে।
আধিক্য বোঝাতে : লোকটা হাড়ে হাড়ে শয়তান।