বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?

A    ৫১৩৮ কি. মি০.

B    ৪৩৭১ কি. মি.

C    ৪২৫৬ কি. মি.

D  ৪১৫৬ কি. মিঃ.

Solution

Correct Answer: Option D

বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা নির্ধারণের তথ্য অনুযায়ী ভারতের সাথে বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য ৪১৫৬ কিলোমিটার। ভারতের ৫টি রাজ্যের সাথে বাংলাদেশের এই সীমানা রয়েছে। নিচে রাজ্যভিত্তিক সীমানার বিবরণ দেওয়া হলো:
ক্রমিক নং সেক্টরের নাম দৈর্ঘ্য
১. বাংলাদেশ - পশ্চিমবঙ্গ ২২৬২ কি.মি.
২. বাংলাদেশ - আসাম ২৬৪ কি.মি.
৩. বাংলাদেশ - মেঘালয় ৪৩৬ কি.মি.
৪. বাংলাদেশ - ত্রিপুরা ৮৭৪ কি.মি.
৫. বাংলাদেশ - মিজোরাম ৩২০ কি.মি.
সর্বমোট (বাংলাদেশ-ভারত) ৪১৫৬ কি.মি.
উল্লেখ্য, বাংলাদেশের মোট আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হলো ৪৪২৭ কিলোমিটার (ভারত ও মিয়ানমার সহ)। এর মধ্যে মিয়ানমারের সাথে সীমানা ২৭১ কি.মি. এবং ভারতের সাথে ৪১৫৬ কি.মি.

স্মরণ রাখার শর্টকাট টেকনিক:
ভারতের সাথে বাংলাদেশের সীমানা মনে রাখার সহজ উপায়:
"প - আ - মে - ত্রি - মি" (রাজ্যগুলোর নামের প্রথম অক্ষর)।

আর মোট সীমানা = ৪১৫৬ কি.মি. (অনেক সময় ৪১৫৭ কি.মি. হিসেবেও অপশনে থাকতে পারে, নিকটতম সঠিক উত্তরটি বেছে নিতে হবে)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions