অনাথের দৈব সখা- প্রবাদ প্রবচনটির অর্থ-
A রিজিক সবার জন্য নির্ধারিত
B ঈশ্বর দীনবন্ধু
C যার জিনিস তাকেই দান করা
D প্রিয় বস্তু দেখে আনন্দ করা
Solution
Correct Answer: Option B
রিজিক সবার জন্য নির্ধারিত > অজগরের দাতা রাম,
যার জিনিস তাকেই দান করা > গঙ্গা জলে গঙ্গা পূজা,
প্রিয় বস্তু দেখে আনন্দ করা > ডোবা দেখলেই ব্যাঙ লাফায়।