যেসব বাক্যে ভাব সাদৃশ্য রয়েছে তাদের মধ্যে কোন বিরাম চিহ্নটি বসে?
A বিস্ময় চিহ্ন
B ড্যাস
C সেমিকোলন
D কোলন
Solution
Correct Answer: Option C
- কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। যেমন- সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?
- কয়েকটি বাক্য সংযোজক অব্যয়ের সাহায্যে যুক্ত না হলে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন- আগে পাঠ্যবই পড়; পরে গল্প উপন্যাস।
-খন্ডবাক্যে সেমিকোলন বসে। যেমন- জবাফুল দেখতে সুন্দর বটে' কিন্তু এর কোনো গন্ধ নেই।
- একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন- তিনি শুধু তামাশা দেখছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
- যেসব বাক্যে ভাব সাদৃশ্য রয়েছে তাদের মধ্যে সেমিকোলন বসে। যেমন- দিনটা ভালো নয়; মাঝে মাঝে বৃষ্টি পড়ছে।