ক্রিয়ার যে ভাবে বক্তা কাউকে কিছু করতে আদেশ, অনুরোধ করে বা উপদেশ দান করে, তাকে অনুজ্ঞা ভাব বলে। উদাহরণ: - চুপ করো, - তুমি কাল যেও, - মিথ্যা বলবে না, - মন দিয়ে পড়ো, - ছাতাটা দিন তো ভাই ইত্যাদি।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions