নিমিত্তার্থক ক্রিয়া কোন প্রত্যয়যোগে গঠিত হয়?
Solution
Correct Answer: Option C
-ইতে জাত -তে প্রত্যয় যোগে গঠিত অসমাপিকা ক্রিয়া সাধারণত শব্দটিতে একটি নিমিত্তের অর্থ দেয়। । যেমন- "দেখতে এসেছি" মানে দেখার জন্য বা দেখার নিমিত্তে এসেছি। তবে নানা সংগঠনের ক্ষেত্রে -তে প্রত্যয় ভিন্ন অর্থও ব্যক্ত করে। যেমন- দেখতে হবে। রখানে -তে প্রত্যয় নিমিত্ত রূপে কাজ করে না।