বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা । বাক্যের বাচ্য অনুসারে কর্তা ৩ প্রকার।
যথা-
১। কর্মবাচ্যের কর্তা,
২। ভাব- বাচ্যের কর্তা,
৩। কর্ম- কর্তৃবাচ্যের কর্তা।
'আমার যাওয়া হবে না'- এখানে ভাব-বাচ্যের কর্তা ব্যবহৃত হয়েছে।