'আমার যাওয়া হবে না'- এখানে কোন প্রকার কর্তা ব্যবহৃত হয়েছে?

A কর্মবাচ্যের কর্তা

B ভাব- বাচ্যের কর্তা

C কর্ম- কর্তৃবাচ্যের কর্তা

D প্রযোজক কর্তা

Solution

Correct Answer: Option B

বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা । বাক্যের বাচ্য অনুসারে কর্তা ৩ প্রকার। 
যথা- 
১। কর্মবাচ্যের কর্তা, 
২। ভাব- বাচ্যের কর্তা, 
৩। কর্ম- কর্তৃবাচ্যের কর্তা। 
'আমার যাওয়া হবে না'- এখানে ভাব-বাচ্যের কর্তা ব্যবহৃত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions