বাংলাদেশ জাতীয় সংসদের ১নং আসন কোনটি? 

A    ঢাকা

B    পঞ্চগড়

C    ময়মনসিংহ

D    খুলনা

Solution

Correct Answer: Option B

- বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ।
- সংসদের মোট আসন- ৩৫০ টি হলেও নির্বাচিত আসন- ৩০০ টি।
- সংসদের সংরক্ষিত নারী আসন- ৫০ টি।
- সংসদের ১নং আসন- পঞ্চগড়।
- সংসদের ৩০০ নং আসন- বান্দরবান
- সবচেয়ে কম মেয়াদকাল ছিল- ৬ষ্ঠ সংসদে।
- সংসদে কাস্টিং ভোট- স্পীকারের নিজের ভোট।
- সংসদে হুইপের কাজ- দলীয় শৃংখলা রক্ষা করা।
- ফ্লোর ক্রসিং- সংসদে অন্য দলে যোগদান বা নিজ দলের বিপক্ষে ভোটদান।
- রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিটিতে ১টি করে জাতীয় সংসদের আসন বিদ্যমান।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions