জাতীয় সংসদে কাস্টিং ভোট কি?
A সংসদ নেতার ভোট
B হুইপের ভোট
C স্পীকারের ভোট
D রাষ্ট্রপতির ভোট
Solution
Correct Answer: Option C
- সংসদে কখনো কখনো কোন বিষয়ে দুই পক্ষের হা বা না ভোটের সংখ্যা সমান সমান হয়ে যেতে পারে। এমন অবস্থায় স্পিকার নিজের ভোট দিয়ে সংসদের অচলাবস্থা দূর করেন।
- স্পিকারের দেয়া এই ভোটকেই কাস্টিং ভোট বলা হয়ে থাকে।