কোনটির ফলে আইয়ুব খানের স্বৈরশাসনের পতন ঘটে?
Solution
Correct Answer: Option B
♦ গণ-অভ্যুত্থান দিবসঃ
* ২৪ জানুয়ারি ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়।
* ১৯৬৯ সালের এই দিনে সংগ্রামী জনতা পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে শাসকগোষ্ঠীর দমন-পীড়ন ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে।
* মিছিলে পুলিশের গুলিবর্ষণে নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান নিহত হন।
* জনতার প্রবল প্রতিবাদে আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সবাইকে মুক্তি দিতে বাধ্য হয়।
* এই গণ-অভ্যুত্থানের ফলে আইয়ুব খানের স্বৈরশাসনের পতন ঘটে।
* গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
* এই আন্দোলন ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের এক অনন্য উদাহরণ।
* গণ-অভ্যুত্থান দিবসের ঘটনাবলী পরবর্তীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে।
* আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস - চিলেকোঠার সেপাই। এই উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান।
সূত্র: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রকাশনা।