পঞ্চাশের মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে?
A ১৯৪৩ সালে
B ১৮৫০ সালে
C ১৯২১ সালে
D ১৯৫০ সালে
Solution
Correct Answer: Option A
১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যান। ১৩৫০ বঙ্গাব্দে ( খ্রি. ১৯৪৩) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'পঞ্চাশের মন্বন্তর' বলা হয়।