Solution
Correct Answer: Option C
- তাহরির স্কয়ার মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
- মিশরে একে 'শহীদ স্কয়ার' বা 'ময়দান আল-তাহরির' বলা হয়।
- ১৯১৯ সালের মিশরীয় বিপ্লবের মূল কেন্দ্র ছিল এই জায়গাটি।
- ২০১১ সালের মিশরীয় বিপ্লবের সময়েও আন্দোলনকারীরা এই স্কয়ারে সমবেত হয়েছিল।
- এর উত্তর-পূর্বে স্বাধীনতা চত্বরের কেন্দ্রে আবদেল মোনেম রিয়াদের একটি মূর্তি রয়েছে।