Solution
Correct Answer: Option D
- পিটুইটারি গ্রন্থি মস্তিস্কের নিচের অংশে অবস্থিত একটি অন্তঃক্ষরা গ্রন্থি।
- এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির (যেমন- থাইরয়েড, অ্যাড্রিনাল) হরমোন নিঃসরণ এবং কার্যাবলি নিয়ন্ত্রণ করে।
- অন্যান্য বেশিরভাগ গ্রন্থিকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার কারণেই পিটুইটারি গ্রন্থিকে 'Master Gland' বা প্রভু গ্রন্থি বলা হয়।
- পিটুইটারি গ্রন্থি থেকে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন (STH/GH) নিঃসৃত হয় যা মানুষের দৈহিক বৃদ্ধি এবং হাড়ের গঠনে প্রধান ভূমিকা পালন করে।
- এটি মানবদেহের সবচাইতে ছোট গ্রন্থিগুলোর মধ্যে একটি, যার আকার অনেকটা মটরদানার মতো।