Solution
Correct Answer: Option C
- নিডারিয়া (Cnidaria) পর্বের প্রাণীরা সাধারণত দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক (Diploblastic) হয়ে থাকে।
- এসব প্রাণীর ভ্রূণে দুইটি স্তর থাকে, যার বাইরের স্তরকে এক্টোডার্ম (Ectoderm) এবং ভেতরের স্তরকে এন্ডোডার্ম (Endoderm) বলা হয়।
- অপশনে উল্লেখিত Aurelia হলো নিডারিয়া পর্বের জেলিফিশ জাতীয় একটি প্রাণী, তাই এটি দ্বিস্তরী প্রাণী।
- অন্যদিকে Fasciola (যকৃৎ কৃমি) হলো প্লাটিহেলমিনথেস পর্বের ত্রিস্তরী প্রাণী।
- Ascaris (গোল কৃমি) হলো নেমাটোডা পর্বের ত্রিস্তরী প্রাণী।
- এবং Pila (শামুক) হলো মলাস্কা পর্বের ত্রিস্তরী প্রাণী।
- দুটি ভ্রূণস্তরের মাঝখানে আঠালো জেলির মতো অকোষীয় মেসোগ্লিয়া (Mesoglea) নামক স্তর থাকে, যা নিডারিয়া পর্বের অন্যতম বৈশিষ্ট্য।