হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

A আমিষ

B স্নেহ

C আয়োডিন

D লৌহ

Solution

Correct Answer: Option A

- হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকায় অবস্থিত এক প্রকার প্রোটিন বা আমিষ জাতীয় পদার্থ।
- এটি একটি অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ডী প্রাণিদের লোহিত কণিকায় পাওয়া যায়।
- হিমোগ্লোবিনের উপস্থিতির কারণেই রক্তের রং লাল হয়।
- এটি ফুসফুস থেকে অক্সিজেন দেহের বিভিন্ন কোষে পরিবহন করে এবং কোষ থেকে কার্বন ডাই-অক্সাইড ফুসফুসে ফিরিয়ে আনে।
- একজন সুস্থ মানুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ সাধারণত প্রতি ১০০ মিলিলিটারে ১৪-১৬ গ্রাম থাকে।
- রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া রোগ নির্ণয়ে সাধারণত হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions