চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?

A A

B C

C B6

D B12

Solution

Correct Answer: Option A

- দ্রবণীয়তার গুণের ওপর ভিত্তি করে ভিটামিনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: চর্বিতে দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয়।
- ভিটামিন-এ (Vitamin A), ভিটামিন-ডি, ভিটামিন-ই এবং ভিটামিন-কে হলো চর্বি বা স্নেহে দ্রবণীয় ভিটামিন।
- অন্যদিকে, ভিটামিন-সি এবং ভিটামিন বি-কমপ্লেক্স (যেমন: B6, B12 ইত্যাদি) হলো পানিতে দ্রবণীয় ভিটামিন।
- প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে ভিটামিন-সি, বি-সিক্স এবং বি-টুয়েলভ পানিতে মিশে যায়, কিন্তু ভিটামিন-এ চর্বিতে মিশে শরীরে শোষিত হয়।
- এই কারণে সঠিক উত্তর হলো ভিটামিন-এ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions