Solution
Correct Answer: Option C
- হাইড্রার স্নায়ুকোষগুলো মূলত মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে।
- এই স্নায়ুকোষগুলো অ্যাক্টোডার্ম ও এন্ডোডার্ম উভয় স্তরেই জালের মতো বিন্যস্ত থাকে।
- স্নায়ুতন্ত্রের প্রধান কাজ হলো পরিবেশ উদ্দীপনা গ্রহণ করা এবং সেই অনুযায়ী দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা।
- বিশেষ করে হাইড্রার পদতল ও কর্ষিকার গোড়ায় এদের সংখ্যা বেশি দেখা যায়।
- স্নায়ুকোষগুলো সংবেদি কোষ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং পেশোষের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে প্রতিক্রিয়া সৃষ্টি করে।