Solution
Correct Answer: Option A
* জন্ডিস (Jaundice) মূলত যকৃত বা লিভারের দীর্ঘমেয়াদি ও জটিল একটি রোগ, যা ইক্টেরাস (Icterus) নামেও পরিচিত।
* লিভারের প্রদাহ বা হেপাটাইটিসের কারণে এই রোগ হয়; ফলে রক্তে বিলিরুবিনের (Bilirubin) মাত্রা বেড়ে যায়।
* জন্ডিস হলে ত্বক, চোখের সাদা অংশ এবং অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ বর্ণ ধারণ করে।
* একজন সুস্থ মানুষের রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা থাকে ১.২ mg/dL এর নিচে।
* রক্তে বিলিরুবিনের মাত্রা ৩ mg/dL বা তার বেশি হলে তাকে জন্ডিস হিসেবে গণ্য করা হয়।
* বাকি অপশনগুলোর মধ্যে টাইফয়েড ও কলেরা হলো অন্ত্রের রোগ এবং হাম হলো ভাইরাসজনিত সংক্রামক রোগ।