ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব-ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয়?
A ১৭মে,১৯৭৪
B ১৬মে,১৯৭৪
C ১৯মে,১৯৭৪
D ১৫মে,১৯৭৪
Solution
Correct Answer: Option B
ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব-ইন্দিরা চুক্তি ১৬মে, ১৯৭৪ সম্পাদিত হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে ১০০৪১.২৫ একর ভূমি যোগ হয়।