Solution
Correct Answer: Option C
প্রদত্ত রাশি = log2 16
= log2 (2 × 2 × 2 × 2) [১৬ কে উৎপাদকে বিশ্লেষণ করে]
= log2 (24)
= 4 log2 2 [সূত্র: loga (Mr) = r loga M অনুযায়ী]
= 4 × 1 [সূত্র: loga a = 1 অনুযায়ী]
= 4
সুতরাং, নির্ণেয় মান ৪।
শর্টকাট টেকনিক:
log2 16 এর অর্থ হলো- ২ এর পাওয়ার (power) বা ঘাত কত হলে মান ১৬ হবে?
আমরা জানি, ২ এর পাওয়ার ৪ হলে (24), তার মান ১৬ হয়।
তাই উত্তর হবে ৪।