দেশের তৃতীয় সীমান্ত হাট কোথায়?

A    বিবিরবাজার,কুমিল্লা

B    ছাগলনাইয়া,ফেনী

C    বেনাপোল,যশোর

D    পবা,সিলেট

Solution

Correct Answer: Option B

 

এ সীমান্ত হাটে উভয়দেশের ২৫টি করে ৫০টি দোকানে একজন ক্রেতা সর্বোচ্চ একশ ডলার পর্যন্ত কেনা-কাটা করতে পারবে। সপ্তাহে একদিন বসবে এই হাট। দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত চলবে বেচা-কেনা। সীমান্তের ৩ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের মাঝে দোকানগুলোর বরাদ্দ দেওয়া হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions