বাংলাদেশ থেকে সর্বপ্রথম সিদ্ধ চাল কোন দেশে রপ্তানি হয়?
Solution
Correct Answer: Option B
সরকারিভাবে সেদ্ধ চাল রপ্তানির প্রথম চালান নিয়ে ৩১ই ডিসেম্বর ২০১৪ শ্রীলংকায় যাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ কাকলী। প্রথম চালানে সাড়ে ১২ হাজার টন সেদ্ধ চাল বহন করবে। আরও সাড়ে ১২ হাজার টন চাল জাহাজীকরণ শেষে ৮ জানুয়ারি বাংলার কল্লোল বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দিনাজপুর, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া ও ময়মনসিংহ জেলা থেকে এসব চাল সংগ্রহ করা হয়েছে। ৩ ডিসেম্বর বাংলাদেশ ও শ্রীলংকা সরকারের মধ্যে চাল রপ্তানি বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুসারে ৪৫০ ডলার ২৫ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করা হবে। বাংলাদেশ সরকার ৫০ হাজার টন চাল রপ্তানির অনুমোদন দিলেও প্রাথমিকভাবে ২৫ হাজার টন আমদানি করছে শ্রীলংকা। বাংলাদেশ প্রতি বছর স্বল্প পরিমাণে সুগন্ধি চাল রপ্তানি করলেও সরকারিভাবে বড় পরিসরে সেদ্ধ চাল রপ্তানি এই প্রথম। ফিলিপিন্সও সম্প্রতি বাংলাদেশ থেকে চাল ও আলু আমদানির আগ্রহের কথা জানিয়েছে।