বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?

A ১৯৯১

B ১৯৯৪

C ১৯৯২

D ১৯৯৫

Solution

Correct Answer: Option D

১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য। 
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। 
- এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট। 
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৫টি।
- সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions