বাংলাদেশ OIC-এর সদস্য হয় কত সালে?

A    ১৯৭৩

B    ১৯৭৪

C    ১৯৭৫

D    ১৯৭৬

Solution

Correct Answer: Option B

- ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ এই সম্মেলনে যোগদানের মাধ্যমে ৩৪তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- OIC বা ইসলামী সহযোগিতা সংস্থা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৯ সালে ইসরায়েল কর্তৃক জেরুজালেমের আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে এটি গঠিত হয়।
- সংস্থাটির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC-এর বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ৫৭টি এবং এর দাপ্তরিক ভাষা ৩টি- আরবি, ইংরেজি ও ফরাসি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions