'কুশল কামনা কর কুসঙ্গ করিয়া' এই বাক্যে কোন প্রকার শব্দালঙ্কার ব্যবহৃত হয়েছে?

A অনুপ্রাস

B যমক

C শ্লেষ

D পুনরুক্তবদাভাব

Solution

Correct Answer: Option A

একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের একাধিক বার ব্যবহারের ফলে যে সুন্দর ধ্বনিসাম্যের সৃষ্টি হয় তার নাম অনুপ্রাস। অনুপ্রাস নানাভাবে তৈরি হয়। সাধারণত শব্দের আদি, মধ্য ও অন্তে (শেষে) অনুপ্রাস থাকে। উদাহরণ- 'কুশল কামনা কর কুসঙ্গ করিয়া'- এখানে 'ক' ধ্বনি ৫ বার এসেছে যা অনুপ্রাস অলঙ্কার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions