নিচের কোন বাক্যটিতে অনুসর্গ 'সমসূত্র' অর্থে ব্যবহৃত হয়েছে?
A তিনি পুত্রসহ উপস্থিত হলেন
B শত্রুর সহিত সন্ধি চাই না
C তুমি বিনে আমার কে আছে?
D মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না
Solution
Correct Answer: Option B
তিনি পুত্রসহ উপস্থিত হলেন > সহগামিতা অর্থে,
শত্রুর সহিত সন্ধি চাই না > সমসূত্র অর্থে,
তুমি বিনে আমার কে আছে? > কর্তৃকারক এর সঙ্গ হিসেবে,
মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না > তুলনা অর্থে।