কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে?

A বাঁশি বাজে।

B তাঁকে বল।

C শিক্ষককে জানাও।

D গুরুজনে কর নতি।

Solution

Correct Answer: Option A

- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে।
- কর্মকারক ২ প্রকার।
- যথা: মুখ্য কর্ম ও গৌণ কর্ম।
- বাক্যের ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে কর্ম পাওয়া যায়।

- অসহায়কে সাহায্য করো। ( কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি)।
- শিক্ষককে জানাও। ( কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি)।
- বাঁশি বাজে। ( কর্মকারকে প্রথমা বা শূন্য বিভক্তি)।
- তাঁকে বল। ( কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions