Solution
Correct Answer: Option C
পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হাজিপুর ইউনিয়ন, দৌলতখান, ভোলা। আয়তন ১১ বর্গ কিলোমিটার। এর পূর্বে সবচেয়ে ছোট ইউনিয়ন ছিলো - সেন্টমার্টিন। দ্বীপটির আয়তন - ১৭ বর্গকি.মি। অপশনে হাজিপুর না থাকলে সেন্টমার্টিন দিবেন।