রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরষ্কার লাভ করেন।
তার গুরুত্তপুর্ণ তথ্য ঃ
» প্রথম কাব্য- বনফুল (পত্রিকায় প্রকাশিত) » প্রথম প্রকাশিত উপন্যাস- বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩) » প্রথম রচিত উপন্যাস- করুণা (১৮৭৭) » প্রথম প্রকাশিত ছোট গল্প – ভিখারিনী (১৮৭৪)। » প্রবন্ধ- বিবিধপ্রসঙ্গ (১৮৮৩) » সম্পাদক- মাসিক সাধনা (১৮৯৪), ভারতী, বঙ্গদর্শন » উপাধি- বিশ্বকবি। ছদ্মনাম- ভানুসিংহ। » নাইট উপাধি লাভ- ১৯১৫ সালে। » নাইট উপাধি বর্জন- ১৯১৯ সালে। ইংরেজ কর্তৃক পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। » নোবেল পুরস্কার পান- গীতাঞ্জলি কাব্যের জন্য (১৯১৩ সালে) (গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ ‘ংড়হম ড়ভভবৎরহমং’) » পুরস্কার ও সম্মাননা- নোবেল পুরস্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯১৩), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৩৬)।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions