নিচের কোন শব্দটি অনুসর্গ ও উপসর্গ উভয়ক্ষেত্রে ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option D
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ দেয়, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে।
অনুসর্গ ২ প্রকার:
- সাধারণ অনুসর্গ,
- ক্রিয়াজাত অনুসর্গ।
অনুসর্গ হিসেবে 'প্রতি':
• 'প্রত্যেক' অর্থে- মণপ্রতি পাঁচ টাকা লাভ দেব।
• 'দিকে বা ওপর' অর্থে - 'নিদারুণ তিনি অতি অতি, নাহি দয়া তব প্রতি।
উপসর্গ হিসেবে 'প্রতি':
• সদৃশ অর্থে - প্রতিমূর্তি, প্রতিধ্বনি।
• বিরোধ অর্থে - প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী।
• পৌনঃপুন অর্থে - প্রতিদিন, প্রতিমাস।