১৯৯৭ সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আই.সি.সি ট্রফি জিতে নেয়?
Solution
Correct Answer: Option D
১৯৯৭ সালে বাংলাদেশ জেতে আইসিসি ট্রফি। আকরাম, পাইলট, শান্ত, বুলবুলরা কেনিয়াকে হারিয়ে মালয়েশিয়ার কিলাট কেলাব ক্লাব মাঠে উড়ায় লাল-সবুজের পতাকা। সেই ট্রফি জয় দিয়ে শুরু, এরপর বাংলাদেশ বিশ্বকাপে নাম লেখায়, অর্জন করে টেস্ট মর্যাদাসহ অনেক কিছু। রূপকথার সেই অর্জনের এই বছর পূর্ণ হলো ২৫ বছর।