লিভারের গ্লাইকোজেনকে ভেঙ্গে রক্তে গ্লোকোজের পরিমাণ বৃদ্ধি করে -
A গ্লুকাগন
B ইনুসুলিন
C রেনিন অ্যানজিও টেনসিন
D থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
Solution
Correct Answer: Option A
গ্লুকাগন হল অগ্ন্যাশয়ের আলফা কোষ দ্বারা উৎপাদিত পেপ্টাইড হরমোন, যা রক্তপ্রবাহে গ্লুকোজের ঘনত্ব বৃদ্ধি করে।
- মানবদেহে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা ৮০-১২০ মিলিগ্রাম/ ডেসিলিটার।
- প্যানক্রিয়াস একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি। এটি গুরুত্বপুর্ন দুইটি হরমোন ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণ করে। গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে এ হরমোন দুটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।