দিনের বিভিন্ন সময়ে বা বছরের বিভিন্ন ঋতুতে বায়ুমণ্ডলের উষ্ণতা এবং চাপের পার্থক্যের জন্য সাময়িকভাবে কিছু বায়ু প্রবাহিত হয় । এগুলিকে সাময়িক বায়ু বলা হয় ।
সাময়িক বায়ু প্রধানত তিন প্রকার , যথা —
( ১ ) সমুদ্র বায়ু
( ২ ) স্থলবায়ু এবং
( ৩ ) মৌসুমি বায়ু ।