দিনের কোন নির্দিষ্ট সময়ে কিংবা বছরের কোন নির্দিষ্ট ঋতুতে যে বায়ুপ্রবাহ জলভাগ ও স্থলভাগের তাপের তারতম্যের জন্য সৃষ্টি হয় তাকে বলে-

A স্থানীয় বায়ু

B নিয়ত বায়ু

C সাময়িক বায়ু

D অনিয়মিত বায়ু

Solution

Correct Answer: Option C

দিনের বিভিন্ন সময়ে বা বছরের বিভিন্ন ঋতুতে বায়ুমণ্ডলের উষ্ণতা এবং চাপের পার্থক্যের জন্য সাময়িকভাবে কিছু বায়ু প্রবাহিত হয় । এগুলিকে সাময়িক বায়ু বলা হয় । 
সাময়িক বায়ু প্রধানত তিন প্রকার , যথা — 
( ১ ) সমুদ্র বায়ু 
( ২ ) স্থলবায়ু এবং 
( ৩ ) মৌসুমি বায়ু ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions